|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কোচবিহার জেলাজুড়ে ক্রমশ বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। বিভিন্ন মহকুমায় জ্বরে আক্রান্ত বহু শিশু। কোচবিহার মেডিক্যাল কলেজে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোন শিশু ভর্তি ৫ দিন, কেউ বা তার চেয়েও বেশি।
প্রতিদিন আউটডোর বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। সোমবার কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা এনবিএসটিসি-র চেয়্যারম্যান পার্থপ্রতিম রায়। সেখানে গিয়ে মেডিক্যাল কলেজের এমএসভিপি’র সঙ্গে কথা বলেন তিনি। শিশু বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি জানান, হাসপাতালের এমএসভিপি তাঁকে বলেছেন যে এই সময় জ্বর, সর্দি হয়ে থাকে। তবে চিন্তার কোনও কারন নেই।
জানা গিয়েছে, বর্তমানে প্রায় ৮০ জন শিশু কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। অজানা জ্বর নিয়ে শিশুর অভিভাবক এবং আত্মীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে এই অজানা জ্বরের কারণে বহু শিশু মারা যাওয়ায় আতঙ্কে রয়েছেন তাঁরা। তবে সরকারের তরফে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।