|
---|
নিজস্ব সংবাদদাতা: ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার নিরঞ্জন পাট এলাকায় মুরগি খেতে আসার পড়ে জালে আটকা পড়লো বিশাল আকার অজগর। ঘটনার দরুন ওই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
দিন দুয়েক আগে সামান্য দূরে হাঁস মুরগি খেতে এসে খাচায় আটকা পড়ে।ঘটনার পরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।এই ঘটনার খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের,তারা ঘটনা স্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর জাল থেকে মুক্ত করে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।উদ্ধার হওয়ার পর অজগরটিকে চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।