|
---|
নিজস্ব সংবাদ দাতা ,নতুন গতি : বারাসাত জেলা পরিষদ ভবনের তিতুমীর সভা কক্ষে শিল্পী ,সাহিত্যিক ও সমাজসেবীদের উপস্থিতিতে এক বর্ণময় সাহিত্য আসর অনুষ্ঠিত হলো। ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার এই সাহিত্য আসরের মূল আকর্ষণ ছিল মাননীয় সোহরাব হোসেন সম্পাদিত ‘আলোর অন্বেষণে ‘ পত্রিকার প্রথম বর্ষ, প্রথম সংখ্যার, (আগষ্ট, ২০২৪) প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় আমির আলি সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক। সভাপতির মূল্যবান বক্তব্যের পরে একে একে বহু গুণীজন বক্তব্য,কবিতা, ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় অরূপ দত্ত মহাশয়। সূচনা পর্বে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। যেসব বিশিষ্ট গুণীজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন ডঃ নুরুল ইসলাম, অরূপ পান্তি, ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়, আজিজুর রহমান, শ্রী শংকর, ডঃ অমৃতলাল বিশ্বাস, ডঃ মুস্তফা আব্দুল কাইয়ুম, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক অনুপগুহ ঠাকুরতা প্রমুখ ব্যক্তিবর্গ। পত্রিকা প্রকাশ অনুষ্ঠান নাচে, গানে, কবিতায় এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে এক মনোজ্ঞ অনুষ্ঠানে রূপান্তরিত হয়। পত্রিকার পক্ষ থেকে মোট ১৬ জন সাহিত্যিক ও গুণীজনকে সম্বর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানের সমাপ্ত সঙ্গীত পরিবেশন করেন মাননীয় শ্রী অরূপ মহাশয়।