আন এডেড মাদ্রাসার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারক লিপি প্রদান ফিরহাদ হাকিমের কাছে

আজহারউদ্দিন : সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা র হার বাড়ানোর জন্য রাজ্য সরকার মসনদে বসার পর বলেছিলেন আমি দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেব।তৃণমূল কংগ্রেসের আমলে সরকার অনুমোদিত আন এডেড মাদ্রাসার সংখ্যা 235টি,রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জিকে।তাঁর এই শাসনামলে নতুন করে আর মাদ্রাসার অনুমোদন দেয়া হয়নি,দীর্ঘদিন ধরে আন এডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের বিনা বেতনে শিক্ষা দিয়ে যাচ্ছে।কলকাতার রাজপথ থেকে শুরু করে অনশন,আন্দোলন,বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়, সরকারের পক্ষ হতে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মিড ডে মিল, বই পএ,পোশাক সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত,সরকারের পক্ষ হতে শুধু আশ্বাস দেওয়া হয়েছে।এদিন সোমবার মহাকরণে রাজ্যের পুরনগরোন্নযন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আন এডেড মাদ্রাসার শিক্ষকদের বেতন সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারক লিপি প্রদান করেন সংগঠনের সভাপতি জাভেদ মিয়াঁদাদ ও সম্পাদক পলাশ রম।মন্ত্রী বলেন আপনাদের আন এডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নূন্যতম বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমি মুখমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলব বলে আশ্বাস দেন, পাশাপাশি সংখ্যালঘু দফতরের সচিবের কাছে আন এডেড মাদ্রাসার বিষয়টা নিয়ে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকার আন এডেড মাদ্রাসার প্রতি আন্তরিক । আন এডেড মাদ্রাসার পক্ষে জাভেদ মিয়াঁদাদ ও পলাশ রম বলেন আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা ও চল্লিশ হাজার ছাত্র ছাত্রী পড়া শুনা করছেন । সংখ্যালঘু দফতরের পূর্ণ মন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবী দাওয়া তিনি সমাধান করতে পারবেন, আমরা আশাবাদী আন এডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নূন্যতম বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা কিছু একটা ব্যবস্থা করুন এই আবেদন আন এডেড মাদ্রাসার প্রতিনিধি দলের।