অনন্তনাগ এনকাউন্টার: এক জঙ্গির দগ্ধ দেহ উদ্ধার

দেবজিৎ মুখার্জি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে চলতে থাকা এনকাউন্টার সোমবার পা দিয়েছে ষষ্ঠদিনে। সেনাসূত্রে খবর, জঙ্গল থেকে এক জঙ্গির দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। আরও এক সেনা জওয়ানের দেহের সন্ধান মিলেছে। রবিবার সেনার সঙ্গে জঙ্গিদের ব্যাপক গুলির লড়াই চলে। কিন্তু সোমবার নতুন করে এখনও পর্যন্ত সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি। জঙ্গিদের খুঁজতে ড্রোনের মাধ্যমে পাহাড়ে জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনা।