করোনার গুরুত্ব বুঝে এবার বিনামূল্যেই চাল-গম দেবে রাজ্য সরকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেশন দোকান থেকে এতদিন যারা ২ টাকা কেজি দরে চাল পেতেন, করোনার গুরুত্ব বুঝে এবার তাঁদের বিনামূল্যেই চাল-গম দেবে রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যে সমস্ত সরকারি কর্মীরা স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে নিরন্তর কাজ করে চলেছেন,তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে থবর, রাজ্যে প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ মানুষ দুটাকা কেজি দরে চাল বা গম রেশন দোকান থেকে পেয়ে থাকেন। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে অনেকেই এখন ঘরবন্দি, তাই বিপিএল রেশন কার্ড হোল্ডারদের এবার থেকে ৬ মাস পর্যন্ত সেই চাল-গম বিনামূল্যেই দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতায় যে দুজন করোনা আক্রান্ত রোগী মিলেছে, তাঁরা প্রত্যেকেই চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে যাননি, আইসোলেশনেও থাকেননি বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বেজায় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী শুক্রবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বেচ্ছা পর্যবেক্ষণে না গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ফোর্স কোয়ারেন্টাইন করা হবে। এই কারণেই মহামারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হল। কলকাতায় এখনও আন্তর্জাতিক উড়ান অবতরণ করছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর দাবি, ‘আগামী ২২ মার্চ পর্যন্ত বিমান নামবে। কেন? এটা অবিলম্বে বন্ধ করা উচিত’। এছাড়াও প্রধানমন্ত্রী রবিবার যে ‘জনতা কার্ফু’-র ডাক দিয়েছেন সেটার ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা মানুষই সিদ্ধান্ত নেবেন’। এদিন দিল্লি সরকার বিজ্ঞপ্তি জারি করে দিল্লিতে বেসরকারি সংস্থাগুলিতে ছুটি দেওয়ার আবেদন করেছে। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটা বেসরকারি সংস্থাগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁর দাওয়াই, বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার যেতে পারে, প্রয়োজনে কর্মীদের কাজের সময় কাটছাঁট করা হোক।