|
---|
নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতার ইডেন গার্ডেন্সে মহারণ। ডু-অর-ডাই ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি! এমনটাই ছিল জোর সম্ভাবনা। কিন্তু মঙ্গলবার বিকালে আবহাওয়া দফতর কলকাতার ক্রিকেটপ্রেমীদের শোনাল সুখবর। আগামী চার ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কালবৈশাখীর সম্ভাবনাও কম। প্রথম কোয়ালিফায়ারে অনুকূল আবহাওয়ার রয়েছে উজ্জল সম্ভাবনা। ইডেন থেকে সরছে বৃষ্টির মেঘ।
যদি প্লে-অফে বৃষ্টি হয়, তাহলে কোন নিয়ম কার্যকর হবে? কোয়ালিফায়ার এবং এলিমিনেটরে কোনও রিজার্ভ ডে নেই। অর্থাৎ পরের দিন ম্যাচ আয়োজন করার সুবিধা নেই। সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। আইপিএল-এর নিয়ম অনুসারে, সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। যদি এই সময়ের মধ্যে খেলা শুরু করা না যায়, তা হলে নিয়ম অনুসারে অন্তত পাঁচ ওভার করেও যাতে দু’দল খেলতে পারে, সেই চেষ্টা থাকবে।
সেটাও যদি সম্ভব না হয়, তা হলে সুপার ওভারের মাধ্যমে জয়ী দলকে বেছে নেওয়া হবে। তবে সুপার ওভারের জন্য সর্বোচ্চ রাত ১২.৫০ পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও যদি পরিস্থিতি সুপার ওভার আয়োজন করার পক্ষে না থাকে, তা হলে পয়েন্ট তালিকার বিচারে যে দল উপরে রয়েছে তাদের জয়ী ঘোষণা করা হবে। মঙ্গলবারের ম্যাচে সে ক্ষেত্রে বিজয়ী হয়ে ফাইনালে চলে যাবে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকার সুবাদে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। বুধবার, লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে। পয়েন্ট তালিকার বিচারে বিজয়ী দল ঘোষণা করা হলে পুরোপুরি ছিটকে যাবেন বিরাট কোহলি (Virat Kohli) আরসিবি। লখনউ সে ক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থানের বিরুদ্ধে।