যুগ্মভাবে বর্তমানে সর্বকালের তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক অ্যান্ডারসন

নতুন গতি ওয়েব ডেস্ক: এ যেন ২০১৪ সালের প্রতিচ্ছবি। ব্যাট হাতে বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে আনন্দে আত্মহারা জেমন অ্যান্ডারসন। ইংল্যান্ড বোলিং লাইন আপ বিশেষত জেমস অ্যান্ডারসনের বিপক্ষে কোহলি কেমন ব্যাট করেন, সেইদিকে নজর ছিল গোটা বিশ্বের, তবে প্রথম বলেই কোহলিকে সাজঘরে ফেরত পাঠালেন ইংল্যান্ডের তারকা বোলার।

    ২০১৪ সালের ইংল্যান্ড সফরে এই দৃশ্যটি অনবরত দেখা গেলেও পরের সফরেই ইংল্যান্ডের তারকা বোলারের বিরুদ্ধে দাপট দেখিয় সিরিজে রানের পাহাড় তৈরি করেছিলেন বিরাট। তবে ২০২১ শুরুতেই আবার ফিরল সেই পুরনো দৃশ্য। চতুর্থ স্টাম্পের বলে কোনা লাগিয়ে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ক্যাপ্টেন কোহলি, বোলার সেই অ্যান্ডারসন।

    ব্য়াট হাতে খারাপ ফর্ম অব্যাহত ভারতীয় দলের সম্ভবত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারারও। কোহলিকে আউট করার আগের বলেই পূজারাকেও সাজঘরে ফেরান অ্যান্ডারসন। সেই চতুর্থ স্টাপের বলেই খোঁচা লাগিয়ে উইকেটরক্ষক বাটলারের দস্তানায় ধরা দেন তিনি।

    পরপর দুই বলে এই দুই উইকেটের সুবাদে অবশ্য় অ্যান্ডারসনের মুকুটে জুড়ল নতুন পালক। প্রথম ফাস্ট বোলার হিসাবে ৬০০ উইকেট নেওয়ার নজির আগেই গড়েছিলেন, এবার অনিল কুম্বলের ৬১৯ উইকেটের কৃতিত্বে ভাগ বসালেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার। যুগ্মভাবে বর্তমানে সর্বকালের তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক ৩৯ বছর বয়সী ‘তরুণ’।