|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ একটি কুসংস্কার বিরোধী প্রতিষ্ঠান। সারা বছর প্রতিষ্ঠানটি বিভিন্ন সংস্কার মূলক কাজে অংশ গ্রহণ করে। সংস্থার কর্মযজ্ঞের মূল বিষয় হলো মনোত্তর দেহদান ও চক্ষুদান আন্দোলন।আমাদের দেশে প্রয়োজনের তুলনায় কর্নিয়ার যোগান খুবই কম। যেখানে শ্রীলঙ্কার মত ছোট দেশে অধিকাংশ মানুষই মনোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে। সেক্ষেত্রে ভারতবর্ষ বিভিন্ন সংস্কারগত কারণে এ আন্দোলনে যথেষ্ট পিছিয়ে আছে। আশার কথা মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ মরণোত্তর দেহ দান ও চক্ষু দান আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ইতোমধ্যে ২২ টা দেহ এবং ৮৩ জোড়া চক্ষু বিজ্ঞান মঞ্চের উদ্যোগে দান করানো সম্ভব হয়েছে। গত ২০.০৬.২৫ সকাল ৭-৩০মিনিটে গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়া এলাকার মাননীয়া সবিতা রক্ষিত মহাশয়া (৭৭)নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদিচ্ছায় ও মছলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের ব্যবস্থাপনায় তাঁর অমূল্য কর্ণিয়া দুটি দান করা হল।ব্যারাকপুরের দিশা(প্রভা)আই ব্যাঙ্কের প্রতিনিধি এসে কর্নিয়া দুটি সংগ্রহ করেন। কোলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে তার দেহ দান সম্পন্ন হয়েছে। সবিতা রক্ষিতের স্বামী মাননীয় পশুপতিনাথ রক্ষিতের দেহও দান করা হয় (১৪.০২.২৫) কল্যানী এইমস হাসপাতালে। পরিবারের এই মহান মানবিক প্রয়াস ও মসলন্দপুর বিজ্ঞানচেতনা মঞ্চের উদ্যোগে মরণোত্তর দেহদান ও চক্ষুদান আন্দোলনে নতুন মাত্রা যোগ হল।