আন্দুলে জোনাকি পত্রিকার প্রকাশ ও সাহিত্য সভা

রোদ্দুর ইসলাম:মেমারি: ১৩ জুলাই : আজ ১৩ জুলাই শনিবার হাওড়া জেলার আন্দুলের কামরাঙ্গু প্রাথমিক বিদ্যালয়ে দুইল্যা,আন্দুলের জোনাকি পত্রিকার দ্বিমাসিক প্রথম সংখ্যার প্রকাশ ও সাহিত্য সভা অনুষ্ঠিত হল বিকাল চারটায়। জোনাকি সম্পাদক তারক নাথ সাহার ঐকান্তিক আহ্বানে প্রায় পঞ্চাশ জন সাহিত্য প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বৈকালিক এই মহতী সাহিত্য সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাসুদেব দাস এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপন নন্দী ও অমিয় কুমার রিদ। সম্পাদক তারক নাথ সাহার সঞ্চালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, নির্মল চট্টোপাধ্যায়, মনোজ বিশ্বাস, সুফি রফিক উল ইসলাম, সুনীল মিত্র, সেখ জাকির হোসেন, দুর্গাপদ দিন্দা, সুভাষ মন্ডল, শম্পা রাণী রায়,সালেহা খাতুন, সুলোচনা পাত্র, অঞ্জনা চক্রবর্তী, সুনীল আদক, দেব কুমার মুখোপাধ্যায়, আলাউদ্দিন লস্কর, বিপ্লব দে বিশ্বাস, সুনীল মিত্র, সুধাংশু শেখর সাহা, অশোক চক্রবর্তী, মধুসূদন চক্রবর্তী, দীপক জানা, সুভাষ মন্ডল, তাপস চক্রবর্তী, বিমল সরদার,অনঙ্গ মোহন রায়,রুনা বসু নস্কর, মিন্টু প্রামানিক, অশোক চক্রবর্তী, প্রণব ভট্টাচার্য, আনন্দময় কর,কিংকর রায় প্রমুখ স্বরচিত কবিতা পাঠ করেন। হাওড়া, কলকাতা,হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদীয়া জেলা থেকেও সাহিত্য প্রেমী ব্যক্তিত্বের অংশগ্রহণে জোনাকির এই মহতী ঘরোয়া সভাটি যথেষ্ট হৃদয় গ্ৰাহী হয়ে উঠেছিল।