|
---|
নিজস্ব সংবাদদাতা :শুক্রবার উত্তর ২৪ পরগনার চাঁদপাড়াতে অবস্থিত গাইঘাটা ব্লক সিডিপিও অফিসে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে ২৩ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ ও যশোর রোডে প্রতীকী অবরোধ করে একটি ডেপুটেশন জমা দেয় । অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো গত উন্নয়ন, সঠিক সময় জ্বালানির দাম দেওয়া ও স্মার্টফোন সহ ২৩ দফা দাবিতে আজকের এই ডেপুটেশন জমা দেয় । সিডিপিও না থাকায় এসিস্ট্যান্ট সিডিপিও র কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা ।
এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সমস্ত ধরনের কাজ করানো হয় তাদেরকে দিয়ে । কিন্তু সঠিক মূল্যায়ন হয় না তাদের । রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে আজকের এই কর্মসূচি গাইঘাটেতেও তারা পালন করলো তারা ।
গাইঘাটা ব্লক অ্যাসিস্ট্যান্ট সিডিপিও সুশ্রী রায় জানিয়েছেন 23 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ডেপুটেশন জমা দিয়েছে ।