তমলুকে ক্ষুব্ধ বিজেপির পুরনো নেতা ও কর্মী! ” পরিণতি ভয়ঙ্কর হবে” বক্তব্য এক বিজেপি নেতা

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চাপে দলের চারটি মণ্ডলের – ময়না উত্তর ও দক্ষিণ এবং হলদিয়া নগর-৩ ও সুতাহাটা-১ – সভাপতির নাম ঘোষণা করেও স্থগিত রাখতে হল রাজ্য বিজেপিকে।

    জানা গিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ শুভেন্দুর ঘনিষ্ঠ দুই বিধায়ক, হলদিয়ার তাপসী মণ্ডল ও ময়নার অশোক দিন্দার, নাম পছন্দ না হওয়া। এই ঘটনায় ক্ষুব্ধ তমলুকে বিজেপির পুরনো নেতা ও কর্মীরা। এক নেতা জানান “বঙ্গ বিজেপি পার্টিটা তৎকাল নেতাদের হাতে চলে গিয়েছে। এর পরিণতি ভয়ংকর হবে।” তবে প্রশ্ন উঠেছে “বঙ্গ বিজেপিতে কে বড়? রাজ্য সভাপতি নাকি বিরোধী দলনেতা?”