পাহাড়ে ছেলে মেয়েদের জন্য স্কুল তৈরী করলো “অনিমেশ পান্ডা

নতুন গতি, ওয়েব ডেস্ক : অনিমেশ পান্ডা ফুটবল জগতের পরিচিত নাম। একসময় কলকাতার ময়দানে বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষানু দে , আরো সব রথী-মহারথীদের সাথে কলকাতা ময়দানে খেলেছেন। এখনো সুযোগ পেলে ফুটবল নিয়ে নেমে পড়েন রবীন্দ্র সরোবরে। সন্তোষ ট্রফিতে বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ।

     

    সেই অনিমেশ পান্ডা পাহাড়ের ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ নির্মাণ করার স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে তিস্তা বাজার এলাকায় পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি স্কুলের নির্মাণ করেছেন। ওই স্কুলে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ওই স্কুলে মোট ৯ টি ঘর আছে। কম্পিউটারের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। চিকিৎসার জন্য উপযুক্ত বন্দোবস্ত রয়েছে।

     

    প্রসঙ্গত ওই এলাকায় ৮ কিলোমিটারের মধ্যে কোন স্কুল নেই। তাই পড়াশোনা করার স্বপ্ন দেখাও যে ভুল ওই এলাকার ছেলে মেয়েদের । অনেকেই মাঝপথে পড়াশোনা করে ছেড়ে দিয়েছে। এবার অনিমেষের স্কুল পাহাড়ি ছেলেমেয়েদের নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।

     

    অনিমেষের একটি খামার বাড়ি রয়েছে বড় মঙ্গবা এলাকায়। খামার বাড়ি নির্মাণের সময় অনিমেষ দেখেছেন পাহাড়ি ছেলেমেয়েদের কত কষ্ট। ইচ্ছে করলেও উপায় নেই , মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয়। নিজের চোখে প্রচুর ছেলেমেয়ে স্বপ্ন ভঙ্গ হতে দেখেছেন । এরপরই তিনি সিদ্ধান্ত নেন পাহাড়ের ছেলেমেয়েদের জন্য স্কুল নির্মাণ করবেন। এই ব্যাপারে তাকে সাহায্য করেন এক দম্পতি , স্কুল নির্মাণের জন্য একটি জমি দান করেন তাকে। প্রথমে বেড়াও টিন দিয়ে ঘর বানানো হয়। এরপর অনিমেষ জনসংযোগ বাড়াতে থাকেন। রোটারী ক্লাবের থেকে সাহায্য আসে , শুধু তাই নয় আরও বিভিন্ন জায়গা থেকে স্কুলের ভবন নির্মাণের জন্য অনুদান আসে। অনিমেষের ইচ্ছা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা। অনিমেষের প্রচেষ্টায় পাহাড়ি ছেলেমেয়েরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে।