|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আনিসের হত্যার আগে ঠিক করা বাড়িতে এসেছিলেন তাদের শনাক্ত করতে আজ আনিসের বাবা উলুবেড়িয়া আদালতে যান।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ টিআই প্যারেডের জন্য আনিসের বাবাকে নিয়ে যেতে আসেন সিটের সদস্যরা। কিন্তু আমতার বাড়িতে পৌঁছে তাঁরা বিপদে পড়েন। কারণ আনিসের বাবা জানিয়ে দেন তিনি অসুস্থ। সিটের সদস্যরা তাঁকে প্রশ্ন করেছিলেন, ছেলেকে কারা মেরেছে চিনিয়ে দেবেন না? জবাবে মেঝেতে বিছানা পেতে শুয়ে থাকা বৃদ্ধের একটি শব্দও উচ্চারণ করেননি। শুধু মুখ বুজে চুপ করে শুয়ে থেকেছেন।
দুই সিট-সদস্য বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকেন। শেষে আনিসের দাদা সাবির তাঁদের জানান, ‘‘উকিল এলেই বাবা যাবেন।’’ এমনকি দরকার হলে তিনিও বাবার সঙ্গে যাবেন বলে আশ্বস্ত করেন সাবির।
শেষে আনিসের পরিবারের আইনজীবী এসে পৌঁছন। দুপুর পৌনে তিনটে নাগাদ আমতায় আনিসের বাড়িতে আসেন তিনি। আনিসের বাবা টিআই প্যারেডের জন্য রওনা হন দুপুর ৩টের কিছু পর।