|
---|
বাবলু হাসান লস্কর : দেগঙ্গা বিধানসভার অন্তর্গত “আমুলিয়া” গ্রাম পঞ্চায়েতের বড়গাছিয়া প্রাইমারি স্কুলের মাঠে “আল মদিনা “সেবা সংঘের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল খেলা আর এই খেলায় উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ এছাড়া এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য সদস্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন” আল মদিনা”সেবা সংঘের সভাপতি, সেক্রেটারি সহ আরো অনেক সদস্য বৃন্দ । প্রতি বছরের ন্যায় এ বছরে এই অনুষ্ঠান করতে পেরে বেজায় খুশি ক্লাব সংগঠনের কর্মকর্তারা।