নির্ভয়া ধর্ষণ মামলা নিয়ে “মৌন ব্রত” নিলেন আন্না হাজারে !

নতুন গতি, ওয়েব ডেস্ক: নির্ভয়া ধর্ষণ কাণ্ডে দ্রুত সুবিচারের আশায় এবার মৌন ব্রত শুরু করলেন সমাজকর্মী আন্না হাজারে। এনিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন আন্না হাজারে।

    সেখানে তিনি লেখেছেন, দেশের মহিলাদের উপরে নারকীয় নির্যাতন ঘটেই চলেছে। তার কোনও সুবিচার হচ্ছে না। সেই আক্ষেপে তিনি আজ থেকে মৌন ব্রত নিলেন। নির্ভয়া কাণ্ডের সুবিচারের দাবিতেই তিনি এই মৌন ব্রত শুরু করেছেন যদি খুব শিগগির নির্ভয়ার ধর্ষক খুনিদের ফাঁসি না হয় তাহলে তিনি অনশনে বসবেন।তিনি আরও বলেন, “দিল্লি-সহ গোটা দেশে মেয়েদের উপরে নির্যাতন দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে। তাইতো হায়দরাবাদে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতদের এনকাউন্টারে খুশি দেশের মানুষ। কেননা পুলিশি প্রক্রিয়া ও বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় মানুযের আর কোনও ভরসা নেই।”হাজারে চান, খুব শিগগির সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে পুলিশ বাহিনীর উন্নতির সুপারিশ কার্যকর করা হোক। এমনকী বিচারকদের শূন্যপদগুলিও পূরণ হোক, তাতে বিচারে গতি আসবে।