প্রকাশিত হলো অন্নদা পত্রিকা এবং গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:- 31 মার্চ শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ধমান জেলার জামালপুর ব্লকের মনিরামবাটী অন্নপূর্ণা বান্ধব সমিতির বার্ষিক উৎসব ৭৫তম

    অন্নপূর্ণা পুজা উপলক্ষে মনিরামবাটি মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এবং ৩৪ তম অন্নদা পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ওই দিন আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট বর্ষীয়ান কবি সাহিত্যকদের অন্নদা সাহিত্য সম্মাননা প্রদান করা হলো। অন্নদা সাহিত্য সম্মান প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট সাংবাদিক চঞ্চল সিংহ রায়, প্রবীণ কবি ও সাহিত্যক সতীরঞ্জন

    আদক, বিশিষ্ট শিক্ষক ও কবি কৃষ্ণধন মুখোপাধ্যায়, ডাঃ মোহন কর্মকার, বিশিষ্ট কবি ও সম্পাদক বেনু হালদার, বিশিষ্ট কবি আফজল আলি, রতন রায় চৌধুরী, অরুণ কুমার মান্না সহ আরো অনেকে। অনুপর্ণা অধিকারীর উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। পত্রিকা সম্বন্ধে প্রাণবন্ত বক্তব্য রাখেন অন্নদার সম্পাদক কাশিনাথ মোদক, সুধীর উপাধ্যায়, বসন্ত কুমার মুখোপাধ্যায় প্রমুখ।

    হুগলি ও বর্ধমানের অসংখ্য কবি স্বরচিত কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালন করেন

    কবি ও সাহিত্যক অরুন কুমার মান্না।