দুবরাজপুর পৌরসভার উদ্যোগে চলা মা ক্যান্টিনের বর্ষপূর্তি 

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে ঠিক এক বছর আগে বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পথচলা শুরু হয় মা ক্যান্টিনের। ২০২১ সালে শুরু হওয়া মা ক্যান্টিনের বর্ষপূর্তি, মঙ্গলবার সেই উপলক্ষে ক্যান্টিন পরিদর্শন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে।এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী অরুণ চক্রবর্তী সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ” মা ক্যান্টিন”।

    রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে এই “মা ক্যান্টিন”। রাজ্য সরকারের সহযোগিতায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় গতবছর থেকে স্থানীয় ইন্দিরা গান্ধী মার্কেটের পিছনে পথ চলা শুরু হয় “মা ক্যান্টিনের”।

    উল্লেখ্য প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন সাধারণ মানুষকে ৫ টাকার বিনিময়ে দুপুরের আহার খাওয়ানো হয়। মেনুতে থাকে ভাত, ডাল, সব্জি ও ডিম।দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনের বর্ষপূর্তি উপলক্ষে এদিন সকলকে মিষ্টি মুখ করানো হয় বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে।