|
---|
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা: ভারতবর্ষের মানচিত্রে বৃহৎ একটা অংশ জুড়ে আছে সুন্দরবন।যেখানে রয়েল বেঙ্গল টাইগার সবচেয়ে বিখ্যাত।এই নদী মাতৃক সুন্দরবনের গভীর জঙ্গলে বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়ত জঙ্গলে যান মাছ, কাঁকড়া, মধু মিন সংগ্রহ করতে। এঁদের অনেকেই প্রাণ হারান বাঘের আক্রমণে। করোনা আবহে লকডাউনে দেখা গেছে বাঘের আক্রমণে মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।দুবেলা দুমুঠো খাদ্যের সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই।তাঁদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। সেইসব নিঃস্ব পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃপক্ষ। তাঁরা প্রতি মাসে চালু করেছিলেন মাসিক ব্যাঘ্র বিধবা ভাতা প্রকল্প।
সোমবার সেই প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যেক মায়েদের হাতে মাসিক ব্যাঘ্র বিধবা ভাতা চেক ও নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। প্রতিমাসে এই সহযোগিতা পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেললেন এবং দুহাত ভরে আশীর্বাদ করলেন স্বর্ণদ্বীপ টিমকে। সকল মায়েদের চোখের জল মুছিয়ে পাশে থাকার অঙ্গীকার করলেন স্বর্ণদ্বীপ কর্তৃপক্ষ। লাক্স বাগান পরশমনি গ্রামে বেশকিছু অসহায় মায়েদের জন্য মাসিক ব্যাঘ্র বিধবা ভাতা প্রকল্প চালু করে স্বেচ্ছাসেবী সংগঠনের জগতে এক অনন্য নজির সৃষ্টি করল স্বর্ণদ্বীপ। কোনরকম সাহায্যের হাত এখনো যাদের কাছে পৌঁছায়নি স্বর্ণদ্বীপ সেইসব বিধবা মায়েদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্বর্ণদ্বীপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণদ্বীপের সভাপতি ঝর্ণা মণ্ডল, এডভাইসা জয়শ্রী মন্ডল, সম্পাদক শ্রীকান্ত বধূক অন্যতম সদস্যা নিবেদিতা তপস্বী ও মারুফা মেমোরিয়াল হাসপাতালে কর্ণধার সহিদুল লস্কর ও অন্যান্য সদস্যবৃন্দ।