|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: ডেভলপমেন্ট রির্সাচ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার স্থানীয় ব্লক এলাকার উপভোক্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন হয় বুধবার দুবরাজপুর ব্লকের সভাকক্ষে। আজকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের যুগ্ম বিডিও বীর শোহেল শেখাওয়াত।আতমা প্রকল্পের টেকনোলজি ম্যানেজার বিপ্লব গতি সহ অন্যান্য বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিকগন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে ছিলেন সংস্থার বীরভূম জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবতী, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সুপ্রিয় ব্যানার্জি সহ অন্যান্য কর্মীবৃন্দ। সম্মেলনে উপস্থিত আধিকারিকদের কাছে পেয়ে উপভোক্তা তথা সদস্যরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন । যুগ্ম বিডিও তাহা খতিয়ে দেখার আশ্বাস দেন।সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরে এবং যুগ্ম বিডিও র কাছে আশ্বাস পেয়ে লক্ষীমুনি হাসদা,রুপনি মার্ডি র মতো উপস্থিত দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।