বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রামধনু পাবলিক স্কুলের, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- শুক্রবার সন্ধ্যায় খয়রাসোল ব্লকের লোকপুর থানার সন্নিকটে অবস্থিত রামধনু পাবলিক স্কুলের আয়োজনে দশম বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিদ্যালয় প্রাঙ্গনে। বিদ্যালয়ের পড়ুয়ারত কচিকাচাদের নিয়ে নাচ গান আবৃত্তি নাটক ইত্যাদি মঞ্চস্থ হয় । এদিন সন্ধায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুনীল কুমার সাহা। কচিকাচাদের পাশাপাশি স্থানীয় বাউল শিল্পীদের গান ও পরিবেশিত হয়।

    বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালন করে এই বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্রী কৃষ্ণা দে ও শ্রেয়সী দত্ত।উল্লেখ্য স্থানীয় বেশ কিছু তরুণ যুবাদের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে নতুন ভাবনায় ভাবিত হয়ে শুরু হয় তাদের এই বেসরকারি স্কুলের পথচলা। যাদের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র পড়াশোনা কে গুরুত্ব নয়, পাশাপাশি সংস্কৃতি মননশীলতাকে ছড়িয়ে দেওয়া,যাতে সমাজ সুন্দরভাবে গড়ে ওঠে। একান্ত সাক্ষাৎকারে সেই কোথায় জানালেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত।