ননীলাল সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- খয়রাশোল ব্লকের লোকপুর ননীলাল সরস্বতী শিশু মন্দিরের কচিকাচাদের নিয়ে বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লোকপুর নিচু পাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে। এদিন বিদ্যালয়ে পাঠরত কচিকাচাদের নাচ, গান, আবৃত্তি, ছড়া, যেমন খুশি সাজো, গোফ্রম ইত্যাদি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য বিপিন কুমার পাল, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক উৎপল সেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পলাশ বহরা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।আজকের অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান আচার্য বিপিন পাল এক সাক্ষাৎকারে জানান ১৯৯৩ সালের ২ রা অক্টোবর ৭ জন শিশু বিদ্যালয়ের নিয়ে পথচলা শুরু।

    প্রতিবছর মহালয়ার প্রাক্কালে বিদ্যালয়ের পক্ষ থেকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । যদিও করোনার আবহে দুবছর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল।শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাংস্কৃতিক মনোভাবাপন্ন গড়ে তোলা তথা শিশুদের প্রতিভাকে ফুটিয়ে তোলা।