|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:মেদিনীপুর শহরের উদয় পল্লিতে অবস্থিত বেসরকারি শিশু বিদ্যালয় শ্রীকৃষ্ণ একাডেমির বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজ এর বিবেকানন্দ হলে।
সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলন ও উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।এ দিন বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকারা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। শ্রীকৃষ্ণ একাডেমির প্রিন্সিপাল সুমন পাত্র বলেন, তাঁদের বিদ্যালয় শিশুদের পড়াশোনার পাশাপাশি শিশু মনের বিকাশ ঘটানোর জন্যে কাজ করে থাকেন, এই ধরণের অনুষ্ঠান তারা বছরের বিভিন্ন সময় করেও থাকেন। এ দিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক,সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, শিক্ষক সুদীপ খাঁড়া, সমাজসেবী কুনাল ব্যানার্জী, অধ্যাপক সুব্রত সাহু,
সংগীত শিল্পী বনশ্রী ঘটক চক্রবর্তী, নীলাঞ্জনা চক্রবর্তী, রাহুল চন্দ্র, বিউটি দাস, সোমনাথ সাহু , শিবপ্রসাদ মান্না ও সংস্থার কর্ণধার সুমন পাত্র ও অনুপম ঘোষ সহ অন্যান্যরা ।