কাঁটামারী চূড়ামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : আজ ১২ই জানুয়ারি, বৃহষ্পতিবার কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের কাঁটামারি চূড়ামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় যুব দিবসের সাথে স্কুলের ৬০ বছর হীরকজয়ন্তী বার্ষিকী উপলক্ষে মহতী অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপিঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অশেষা নন্দ মহারাজ, কাঁটা মারি চূড়ামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক,দীপঙ্কর মণ্ডল,স্কুল পরিচালন কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা, প্রাপ্তন প্রধান শিক্ষক সমর কুমার খাঁ ,কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু প্রধান, উপপ্রধান নিখিল বৈদ্য,সিরাজ উদ্দিন খাঁন ,জলিল মোল্লা ,আব্দুল আলিম লস্কর, সহ কয়েকশত ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট গুণীজনেরা বিশেষ করে আজকের দিনে এমনই মহতী অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি দেখা মেলে। এছাড়া সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।