|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:– RMPA (Rural Medical Practitioners Association) পরিচালিত ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল এর সপ্তম বর্ষের মূল্যায়ণ অনুষ্ঠিত হয়। পশ্চিম বাংলার ২০ টি জেলার ১১০ টি পরীক্ষাকেন্দ্রে, ঝাড়খণ্ড রাজ্যের ২টি জেলা মিলিয়ে ১ টি পরীক্ষাকেন্দ্র এবং আসাম রাজ্যের ৩ টি জেলায় ১ টি পরীক্ষাকেন্দ্রে এই মূল্যায়ণ অনুষ্ঠিত হয়েছিল। এই বার্ষিক মূল্যায়ণে দঃ২৪ পরগণা জেলা কমিটি চারটি মূল্যায়ণ কেন্দ্র নির্দিষ্ট করা হয়।
১) বারুইপুর ব্লক এর গনিমা জে এম এস স্কুল।
২) রায়দিঘী ব্লক এর ১নং চোদ্দরশি প্রাইমারি স্কুল।
৩) হটুগঞ্জ শিশু শিক্ষা নিকেতন।
৪) মন্দিরবাজার ব্লক এর কাদিপুকুর নস্কর হাইস্কুল।
এই চারটি পরীক্ষা কেন্দ্রে দঃ২৪ পরগণা জেলার প্রায় ২৫০ গ্রামীণ চিকিৎসক আত্মমূল্যায়ণে অংশগ্রহন করেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার RMPA এর সম্পাদক জয়ন্ত নাথ নস্কর বলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানা বোঝা এবং তা প্রয়োগে নিয়ে যাওয়ার যে ধারাবাহিক কর্মসূচি RMPA গ্রহণ করেছে তারই বিশেষ একটি গুরুত্বপূর্ণ
অংশ হল এই বাৎসরিক পরীক্ষা।