|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর*: শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত কেশপুর জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কেশপুর ব্লকের মহিষদা প্রাথমিক বিদ্যালয়ে। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের কেশপুর জোনাল কমিটির সভাপতি রামতনু প্রামানিক। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ধ্রুব শেখর মণ্ডল,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বানীনাথ চক্রবর্তী, জেলার বর্ষীয়ান নেতৃত্ব মদন পাত্রসহ কেশপুর, আনন্দপুর, কেশপুর-১ চক্রের নেতৃবৃন্দবৃন্দ।
এদিনের কেশপুর জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভায় পাশাপাশি নতুন জাতীয় শিক্ষা নীতির ত্রুটি-বিচ্যুতি নিয়ে আলোচনা করেন জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল। সম্পাদকীয় প্রতিবেদন প্রতিবেদন পেশ করেন জোনাল সম্পাদক অমিত পাত্র। কেশপুর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এদিনের সভায় উপস্থিত ছিলেন।