নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:

    প্রাথমিক শিক্ষকদের সংগঠন এবিপিটিএ-এর উদ‍্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর শহর জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। মেদিনীপুর শহরের বার্জ টাউনে অবস্থিত সংঘঠনের জেলা দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল‍্যদানের মধ‍্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের মেদিনীপুর শহর জোনাল কমিটির সভাপতি বিশ্বজিৎ সাউ।

    উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ধ্রুব শেখর মণ্ডল,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও মেদিনীপুর শহর জোনের সম্পাদক মানস মিদ্যা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রবীন্দ্র নাথ রায়,সুমন অধিকারী ও মেদিনীপুর শহর জোনের অন্যান্য নেতৃবৃন্দবৃন্দ। প্রয়াত অশোক মাইতির নামাঙ্কিত সভা মঞ্চে নতুন জাতীয় শিক্ষা নীতির ত্রুটি-বিচ‍্যুতি নিয়ে আলোচনা করেন জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল। সম্পাদকীয় প্রতিবেদন প্রতিবেদন পেশ করেন জোনাল সম্পাদক মানস মিদ‍্যা। শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এদিনের সভায় উপস্থিত ছিলেন।