মেদিনীপুর সমন্বয় সংস্থা চন্দ্রকোনা রোড আঞ্চলিক কমিটির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড়,পশ্চিম মেদিনীপুর:  চন্দ্রকোনা রোড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটা সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থা চন্দ্রকোনা রোড আঞ্চলিক কমিটির ৫ম বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।সভায় স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষক ও কবি বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-সম্পাদক অমিত কুমার সাহু। তিনি তাঁর বক্তব্যে সংস্থার অতীত থেকে বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন এবং সংস্থার উদ্যোগে কলকাতার বুকে গড়ে ওঠা মেদিনীপুর ভবনের প্রয়োজনীয়তার কথা বলেন ও সবার সাহায্য সহযোগিতার আবেদন জানান। সভায় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। প্রতিবেদন ও আয়-ব্যয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন ৭ জন সদস্য-সদস্যা। সভা শেষে ২১ জনের কার্যকরী কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে বিমল চন্দ্র রায় কার্যকরী সভাপতি পদে বিনোদ মণ্ডল, সম্পাদক পদে অমিয় কোলে, কোষাধ্যক্ষ পদে নিমাই চন্দ্র রানা নির্বাচিত হয়েছেন।
কমিটির তিনজন সহ-সভাপতি হলেন অসিত কুমার পাল , বীথি রায় ,গয়ারাম মাইতি, চার জন সহ-সম্পাদক হলেন দীপক কুমার সিংহ (কেন্দ্রীয় কমিটিতে মনোনীত ) তপন কুমার বারিক,দিলীপ কুমার রায়,রুমা রায়,সহ-কোষাধ্যক্ষ দিলীপ কুমার খাটুয়া।


    এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৌশিক প্রামানিক , রুমা রায়, দেবাশীষ মান্না , মলয় কুমার দে , শ্যামল চংকদার , সুশান্ত ঘোষ , সুদীপ কোলে , শ্যামাপ্রসাদ দে ও নিখিল কোলে,দীপ বিশ্বাস (আমন্ত্রিত)।

    উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন কল্যাণময় ঘোষ , শশাঙ্ক শেখর মাল , সমীর মাল ,প্রণব ভট্টাচার্য্য , গজেন্দ্র নাথ নায়েক , চিত্ত রঞ্জন পান , বিভূতি ভূষণ পাত্র , লিয়াকৎ খান প্রমুখ।