কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম অন্তর্গত পঞ্চায়েতের মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    প্রতিবছরের মতো এবারও কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম অন্তর্গত পঞ্চায়েতের মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ৩০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়। যখন সময় থমকে দাঁড়ায়,জালবিন্যাসের (নেটওয়ার্ক)হাত ধরে অদ্ভুত আঁধার নামে পৃথিবীর বুকে ।

    তখনই মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয় সবুজ প্রাণে জাগিয়ে তোলে চরৈবেতি’র মন্ত্র।আমরা ছাত্র আমরা বল-এই ভাবনাকে পাথেয় করে চয়ন-ত্রিদিপ-তন্ময়,রীতু-প্রমিতা’রা সবুজের অভিযান শুরু করে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজতাভ মল্লিকের ফ্রেন্ড-ফিলোজফার-গাইড’সুলভ মানসিকতা এই অভিযানকে তারণ্যের নতুন দেশে পৌঁছে দেয়।


    সীমা লাহা এবং ধরনীধর মান্ডির মত প্রত্যুৎপন্নমতি’দের সৌজন্যে ছাত্র-ছাত্রীরা সবপেয়েছির দেশে’পৌঁছে যায়।
    বিদ্যালয়ের সভাপতি মাননীয় মহাবিষ্ণু শর্মামন্ডলের পাশাপাশি এলাকার প্রবীণ ক্রীড়ানুরাগী ব্যাক্তিবর্গের উপস্থিতি বিদ্যালয়ে বুকে চাঁদের হাট বসিয়ে দেয়।অনুষ্ঠানের সভাপতি বিবেকানন্দ ব্যানার্জীর আন্তরিক অভিবাদন আর সকল শিক্ষক-শিক্ষিকা’দের দরাজ মানসিকতা বিদ্যালয়কে সবুজমনের আদর্শ পীঠস্থান বানিয়ে দেয়।