|
---|
তনয় মিশ্র মোথাবাড়ি
28 জানুয়ারি
=================
কালিয়াচক দুই নং ব্লকের বিদ্যালয় ক্রীড়া উৎসবের সূচনা হলো । পঞ্চানন্দপুরের সুকিয়া হাই স্কুল মাঠে এই খেলা চলবে আগামী কাল প্রর্যন্ত। বিশিষ্ট ক্রীড়া বীদ সুদর্শন পান্ডে পতকা উত্তলোনের মাধ্যমে এই খেলার সূচনা করেন ।
ব্লকের 12 টি বিদ্যালয়ের জন ছাত্র এই খেলায় অংশগ্রহণ করে । প্রথম দিন মেয়েদের মোট 34 টি ইভেন্ট 150 বেশি মেয়ে অংশগ্রহণ করে । খেলায় মেয়েদের মধ্যে পয়েন্টর বিচারে চ্যাম্পিয়ন হয় বাঙ্গীটোলা হাই স্কুল (94 )ও রানার্সআপ হয় উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল (54)। আগামী কাল মুলত ছেলেদের খেলা সম্পন্ন হবে ।কালিয়াচক দুই নং ব্লকের ক্রীড়া সম্পাদক রবীন্দ্রনাথ সাহা এই খবর জানিয়েছে ।