দ্য নোবেল একাডেমী র উদ্যোগে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা: ৩ মার্চ রবিবার মাঠের অভাব সত্বেও আমবাগানের মধ্যে প্রতি বছর শিশুদের নবীন বরণ, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসব সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী মারুপুর গ্রামের “দ্য নোবেল একাডেমি “। ৮ম বর্ষে পদার্পণ করল এদিনের অনুষ্ঠান।

    স্কুলের কচিকাচা ছাত্র ছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠানে মেতে ওঠে । দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয় । কোরান তেলাওয়াত, ছড়া, কবিতা আবৃত্তি, গাজল, তাৎক্ষনিক বক্তৃতা বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ , শৃঙ্খলা, সার্বিক বিকাশের লক্ষ্যে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় জানান প্রধান শিক্ষক আকিদুল ইসলাম । তিনি আরো বলেন, শতাধিক ছাত্র ছাত্রী নবীনবরন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। মাঠের অভাব সত্বেও প্রতি বছর ক্রীড়া ও একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে।

    বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে বি এস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান, আনিশুর রহমান, সর্দার ও সমাজসেবী সাজাহান মোমিন , শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত, আলিপুর-২ গ্রামপঞ্চায়েতের প্রধান পারভিন বিবি প্রধান শিক্ষক মোহাম্মদ আকিদুল ইসলাম, সম্পাদক মোহা লতিফ সহ অনেকে।