নেতাজি জয়ন্তীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সামীম আহমেদ, নামখানা: দঃ ২৪ পরগনা জেলার প্রান্তিকে নামখানা ব্লকের রাজনগরে ব্রাইট ফিউচার একাডমীতে অনুষ্ঠিত হলো(২৩ ও ২৪ শে জানুয়ারী) মহা সমারোহে বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ করেছিলেন আলোকশিখা প্রজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে

    ব্রাইট ফিউচার একাডমীর কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী সেখ গোলাম রসুল ।২৩ শে জানুয়ারী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উদযাপন উপলক্ষে বনাঢ়্য শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো।যোগব্যায়াম, আঁকা,গান,নাচ, নাটকে মুখরিত হয়ে উঠেছিল বিদ্যায়তন প্রাঙ্গন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বুদ্ধিজীবী ও গুণীজন। বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা সেখ গোলাম রসুল অনুষ্ঠানে বিশেষ ভাষনে ব্রাইট ফিউচার একাডেমির পথচলা ও প্রতিবন্ধকতা বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন- “শিক্ষা ও সামাজিক স্বার্থে শিক্ষক ও অভিভাবকদের আরো দায়িত্বশীল হ‌ওয়ার জন্য বলেন। আজকের ছাত্র আগামীর‌ সম্পদ। তাঁর সার্বিক বিকাশে পরিবার ও প্রতিষ্ঠান দায়বদ্ধ।” উক্ত অনুষ্ঠানে প্রাক্তনীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক রাজু মন্ডল জানান, অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করার কারণ ছাত্রছাত্রীদের বিনোদন ও সংস্কৃতি মনস্ক করে তোলা তাদের উদ্দেশ্য।