হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হলো জোনাল শিশু ক্রীড়া উৎসব-২০১৯

 

    হরিশ্চন্দ্রপুর,মহ:নাজিম আক্তার,৫ ডিসেম্বর:মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে সাড়ম্বরে পালিত হল শিশু ক্রীড়া উৎসব।এদিন ৩৭ তম হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের জোনাল শিশু ক্রীড়া উৎসব-২০১৯ অনুষ্ঠিত হল হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বারদুয়ারী খন্তা হাই স্কুল মাঠে।জাতীয় পতাকা উত্তোলন করে শিশু ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল।

    I

    এরপর জোনাল পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলন করা হয়।অংশ গ্রহণ কারী প্রতিযোগীদের সমগ্র মাঠ পরিক্রমা করার পর শুরু হয় মূল অনুষ্ঠান।হাই জাম্প,লং জাম্প,একশো মিটার,দুইশো মিটার দৌড়,অংক দৌড়,বর্শা নিক্ষেপ,যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী কে পুরস্কৃত করা হয়।
    উক্ত ক্রীড়া উৎসবে অংশ গ্রহণ করে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের ৬৩ টি প্রাইমারি স্কুল,৭ টি শিশু শিক্ষা কেন্দ্র ও একটি সিনিয়র মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ।

    হরিশ্চন্দ্রপুর জোনাল শিশু ক্রীড়া উৎসবের সম্পাদক তথা মনীন্দ্রনাথ জানান-শিশুদের মানসিক ও শারীরিক ভাবে সুগঠিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের আয়োজন করেছি।শিশুদের বৌদ্ধিক বিকাশের জন্য এই ক্রীড়া উৎসব কার্যকরি ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

    হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল জানান সুষ্ঠুভাবে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হবার জন্য তিনি শিক্ষক ও ছাত্র উভয়কে ধন্যবাদ জানিয়েছে | আগামী শনিবার বারদুয়ারী হাই স্কুল সংলগ্ন এই মাঠেই জোনাল প্রাথমিক শিশু ক্রীড়া অনুষ্ঠিত হবে |