ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, সোশ্যাল মিডিয়া জুড়ে অভিজ্ঞতা শেয়ার লোকের

উত্তরবঙ্গ:ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার রাতে কম্পন অনুভূত হয় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ভূটানের থিম্পু থেকে ৩৫০ কিলোমিটার দূরে। মৃদু কম্পন অনুভূত হলেও সম্প্রতি এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল উত্তরবঙ্গ।

    উত্তরবঙ্গ কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় দেদার পোস্ট হতে শুরু করে। অনেকেই ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন ফেসবুকে। কেউ কেউ আবার নিজেদের মার্ক সেফ হিসেবেই চিহ্নিত করেন টুইটার ও ফেসবুকে।

    প্রসঙ্গত, গত বছরের শেষেই ভার পর্যটনের মরশুমের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল গ্যাংটক। কম্পন অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও। উৎসস্থল ছিল দার্জিলিং থেকে ৬৫ কিলোমিটার উত্তর পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা। রাত ৯টা বেজে ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প প্রথম অনুভূত হয় পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মূলত গ্যাংটকের থেকে ১৮ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে। যা দার্জিলিং থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে এই কম্পনটি হয় বলে জানা গিয়েছে। শিলিগুড়িতেও এই কম্পন অনুভূত হয়। এছাড়া ভূটান এবং নেপালেরও বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

    উল্লেখ্য, সম্প্রতি এই নিয়ে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। অন্যদিকে, কিছুদিন আগেই কেঁপে ওঠে শহর কলকাতাও। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর এবং বাংলাদেশেও অনুভূত হয় কম্পন। ভারত মায়ানমার সীমান্তে ভূমিকম্প হয়। আফটার শকে কেঁপে ওঠে কলকাতা, বাংলাদেশ সহ একাধিক রাজ্য। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, কম্পন অনুভূত হয় ৩০ সেকেন্ডে জন্য। ভূমিকম্পের উৎস মিজোরামের থানজাউল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটির ১২ কিলোমিটার গভীরে অনুভূত হয় কম্পন। শুধু কলকাতা নয়, কেঁপে উঠেছে ওপার বাংলাও। কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পন অনুভূত হওয়ার পরেই মিজোরামের এক নেটিজেন লেখেন, ‘এটি দীর্ঘতম ভূমিকম্প যা আমি অনুভব করেছি।’