পর্দা ফাঁস হল আরও এক ভুয়ো আধিকারিকের

নতুন গতি নিউজ ডেস্ক: পর্দা ফাঁস হল আরও এক ভুয়ো আধিকারিকের! এবার ভুয়ো IPS অফিসার পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল মেদিনীপুরের এক বাসিন্দার বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতারও করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে।

    পুলিশ জানায়, ধৃতের নাম সৌম্যকান্তি মুখার্জি। মেদিনীপুর শহরের লাইব্রেরি রোড এলাকার বাসিন্দা সৌম্যকান্তি নিজেকে IPS পরিচয় দিয়ে তাপস ব্যানার্জী নামে এক ব্যাক্তির থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। এছাড়া আরও অনেকের থেকে তিনি টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ জমা পড়েছে কোতোয়ালি থানায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌম্যকান্তি মুখার্জি এলাকায় নিজেকে IPS অফিসার পরিচয় দিতেন। এই পরিচয় দিয়েই তিনি মেদিনীপুর শহরের শরৎপল্লির বাসিন্দা তাপস ব্যানার্জীকে লোন পরিশোধে সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার জন্য তাপসবাবুর থেকে সৌম্যকান্তি ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ।

    তাপসবাবু প্রথমে টাকা দিলেও কাজ না হওয়ায় তাঁর সন্দেহ হয়। তখনই এটা প্রতারণার ঘটনা অনুমান করে মেদিনীপুর কোতোয়ালি থানায় সৌম্যাকান্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাপসবাবু। তারপর জেলা পুলিশের SOG সেল ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করতেই IPS সৌম্যকান্তির পর্দা ফাঁস হয়। বুধবার মধ্যরাতে সৌম্যকান্তিকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

    জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘সৌম্যকান্তি মুখার্জি বেশ কয়েকবার UPSC পরীক্ষায় বসেন। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। এরপরই কম সময়ে বেশি টাকা উপার্জন করতে ভুয়ো IPS অফিসার সেজে জালিয়াতির ফাঁদ পাতেন। ধৃতের কাছ থেকে IPS ব্যাচ, সোলডার স্টার, সোলডার ব্র্যান্ড সহ পুলিশের বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।’ সৌম্যকান্তির পর্দা ফাঁস হওয়ার পর থেকেই অন্তরালে তাঁর বাবা, মা। তাই তাঁরাও ঘটনাটি জানতেন বলে পুলিশের অনুমান। আরও বড় কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। একইসঙ্গে সাধারণের কাছে তাঁর আবেদন, ‘পুলিশ অফিসার সেজে কেউ টাকা চাইলে দেবেন না, জানবেন সে ভুয়ো। খোঁজ নিয়ে দেখে থানায় অভিযোগ জানাবেন।’