|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
আজ সকালে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম বিষ্ণু মিস্ত্রি। ৪৮বছরের। নিহত ওই মৎস্যজীবীর বাড়ি গোসাবা ব্লকের সাতজেলিয়া এলাকায়। নিহত ওই মৎস্যজীবী তিনজন সঙ্গী কে নিয়ে বুধবার ভোরে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের ঝিলার তিন নম্বর জঙ্গলে। আর সেই সময়ে একটি বাঘে আক্রমন করে বিষ্ণু মিস্ত্রি উপরে। তারপর তাকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করে। গোপাল মন্ডল ও দিনোবন্ধু মন্ডল বাঘের সঙ্গে লড়াই করে ছাড়ানোর চেষ্টা এবং মৎস্যজীবীকে ছাড়িয়ে নিয়ে আসে। গলায় ও কানের কাছে একাধিক ক্ষতচিহ্ন আছে। পথে মারা যায় বিষ্ণু মিস্ত্রি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র রোজগারের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের মানুষজন।