|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ওসি বারুইপুর, এস আই লক্ষীকান্ত বিশ্বাস ও তার টিমের সাথে আই সি বাসন্তী থানা ও তার টিম বাসন্তী হাসপাতাল মোড় থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ হাতে নাতে পাকড়াও করে। ধৃত চল্লিশ বছরের আবুকাশেম মন্ডল ওরফে কালো উত্তর চব্বিশ পরগনার উত্তর মরালিশা হাসনাবাদের বাসিন্দা। ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি ওয়ান শাটার পাইপগান দশ রাউন্ড গুলি ও একটি বাজাজ পালসার মোটর সাইকেল যার নাম্বার ডাব্লিউ বি ২৬ এসি ২৫৯৭। ধৃতদের আজ কোর্টে তোলা হয়।