|
---|
নিজস্ব সংবাদদাতা : আবার বন্দুক বাজের হামলা আমেরিকায়, মঙ্গলবার রাতে আমেরিকার ভার্জিনিয়া চেস পিক সিটির একটি স্টোরে হামলা চালায় বন্দুকবাজ। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।আহত হয়েছেন অনেকেই। ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট এলাকার পুলিশ। সংশ্লিষ্ট এলাকার পুলিশ সূত্রে জানানো হয় মঙ্গলবার রাত ১০ টায় ওই ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় অনুমান করা হচ্ছে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বন্দুকবাজ আত্মহত্যা করেছে কিনা সেই বিষয়ে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।