|
---|
মালদা,শেখ সাদ্দাম: আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার শ্রমিকের এলেক্ট্রিক তার লাগানোর সময় এলেক্ট্রিক শক খেয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
পরিবার সূত্রে জানা যায় , মৃত শ্রমিকের নাম এমাদুর রহমান(৪০ ) মালদা জেলার রতুয়া ২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের কুতুবগঞ্জের বাসিন্দা ছিলেন।
মৃত এমাদুর অন্ধ্রপ্রদেশের শ্রমিকের কাজ করতেন, বাড়িতে রয়েছে ইস্ত্রি দুটো ছেলে দুটো মেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি সংসারের টানাপোড়েনের কারণে আগে সংসারের হাল ধরতে শ্রমিকের কাজে গিয়েছিলেন।
অন্যান্য দিনের মতো কাজে গিয়েছিলেন এমাদুর ইলেকট্রিকের তার লাগানোর সময়,আচমকাই এলেক্ট্রিক শক লাগে এলেক্ট্রিক শক লাগার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে
আজ মৃত দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙ্গে পড়ে পুরো পরিবার
সে মৃত্যুর খবর জানতে পেরে মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে ও পরিবার পরিজনকে সমবেদনা জানাতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বাড়িতে ছুটে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি,সঙ্গে ছিলেন ছিলেন রতুয়া ২নং ব্লক তৃণমূল সভাপতি মোঃ নৈমুদ্দিন।
তৃণমূলের জেলা সভাপতি,আব্দুর রহিম বক্সী,সেই পরিবারকে সরকারি সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।