|
---|
মুর্শিদাবাদ জেলার আরো একজন সাংসদ বিজেপি তে যোগ দিচ্ছেন: সৌমিত্র খাঁ
নতুন গতি প্রতিবেদক : শুধু শুভেন্দু অধিকারী নয়, মুর্শিদাবাদ জেলার আরো একজন সাংসদ বিজেপি দলে যোগদান করবেন, ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ রাখছেন তিনি। মুর্শিদাবাদ জেলার, বড়ঞা তে আর নয় অন্যায় কার্যক্রম যোগদান করতে এসে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ । বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার ডাকে আর নয় অন্যায় কার্যক্রমে একটি পদযাত্রা করা হয়, পা মেলান সৌমিত্র খাঁ। তিনি বলেন, আগামী ১০ই জানুয়ারির মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন, যা শুধু সময়ের অপেক্ষা।
তিনি আরো জানান, যারা পচা আম তারা যদি আসে কিন্তু কাজ না করলে তাদের কে ছুড়ে ফেলা দেওয়া হবে বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ তা নিয়ে ক্ষমতা আসবে বলে মন্তব্য করেন তিনি। এদিনের এই সভা থেকে কয়েক হাজার কর্মী তারা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ হাত ধরে। এদিনের এই কর্মসূচিতে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ,উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজিত দাস, দক্ষিণ মুর্শিদাবাদ বিজেপি যুব মোর্চার সভাপতি অয়ন মন্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।