|
---|
সুদীপ সরকার, নতুন গতি ডেস্ক, কৃষ্ণনগর:
চারিদিকে যখন বিয়ের সময় খাবারের মেলা আর রকমারি বাহারের প্রতিযোগিতা লেগে থাকে। সেই পথে না হেঁটে নদিয়ার কৃষ্ণনগরের পৌলমি ও সুদীপ বিয়ের অনুষ্ঠানকে বেছে নিলো নদিয়া জেলার এক প্রান্তিক গ্রামের কচিকাচাদের আনন্দের পিঠস্হান।
বউ ভাতের অনুষ্ঠানটি ছিল
২৭ শে ফেব্রুয়ারি আর ওইদিন নদিয়ার একটি আদিবাসী গ্রামের বাচ্চাদের অনুষ্ঠান ভবনে নিয়ে এসে তাদেরকে নতুন জামা পড়িয়ে আনন্দ সহকারে ভোজনের আয়োজন চললো।
এইরকম উদ্যোগে কচিকাচারা খুব ই খুশি।গ্রামের বাইরের এই জগত টা তাদের কাছে সম্পূর্ণ নতুন। শেষ পাতে আইসক্রিম দেখে তো সবার সে কি হুল্লোর।
অনুষ্ঠানের উদ্যোক্তা সুদীপ সরকার “ভ্রমর” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তার কাছ থেকে জানা যায় যে উনি চান এধরণের অনুষ্ঠান আরো হোক। প্রয়োজনে তিনি ও তার দল এই কাজটিতে সহযোগিতা করবেন।
এই ধরণের অনুষ্ঠান সমাজের মানুষকে এক অনন্য স্থানে পৌছিয়ে দিয়েছে। গ্রাম বাসীরা আশীর্বাদ করেন যে ওনাদের জীবন সুখকর ও মঙ্গলময় হয়ে উঠুক।