|
---|
নতুন গতি প্রতিবেদক : মাদক পাচার এবং ব্যবহার করার বিরুদ্ধে বারুইপুর পুলিশ জেলার সারা বছর জুড়েই চলে অভিযান। নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা বা পাচারকারীকে গ্রেফতার করা শুধু নয়, মাদক সম্পর্কে সকলকে সচেতন করা, জনগণকে মাদকবিরোধী প্রচেষ্টার মধ্যে সামিল করবার জন্য আজ থানাগুলিতে আয়োজিত হয়েছিল সভা, র্যালি, সেমিনার। অংশ নিয়েছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
ঘুটিয়ারি, জীবনতলা, সোনারপুর, বারুইপুর, ভাঙ্গর, মইপিঠ, বকুলতলা, জয়নগর, সুন্দরবন উপকূল থানা, বাসন্তী, ক্যানিং, নরেন্দ্রপুর, ঝড়খালি উপকূল থানা, কাশীপুর, বারুইপুর মহিলা থানা, গোসাবা, কুলতলি সব কয়টি থানায় আয়োজিত হয় ফুটবল ম্যাচ, রক্তদান শিবির, বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান।
সোনারপুর থানায় আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে এসপি বারুইপুর এই মাদকের মারাত্নক নেশার থেকে এই প্রজন্মকে দূরে থাকার কথা জানান।