স্কুলের ভিতরে চলছে শিক্ষকদের অসামাজিক কার্যকলাপ

নিজস্ব সংবাদদাতা: স্কুলের ভিতরে চলছে শিক্ষকদের অসামাজিক কার্যকলাপ, এই অভিযোগে গত শনিবার উত্তাল হয়েছিল নদিয়ার গাংনাপুর থানার সরিষাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার বিক্ষোভরত ছাত্রদের ওপর লাঠি চালানোর অভিযোগ উঠল গাংনাপুর থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে ইতিমধ্যেই রানাঘাট হাসপাতালে ভর্তি হয়েছে স্কুলের চার জন ছাত্র।

    সূত্রের খবর, গত শনিবার সরিষাডাঙা হাই স্কুলের কিছু শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ভিতর অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। অভিযোগ, বিষয়টি জানতে পেরে কিছু অভিভাবক স্কুলে গিয়ে তার প্রতিবাদ করলে স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রতিবাদী অভিভাবকদের গ্রেফতার করে গাংনাপুর পুলিশ। অভিযোগ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার স্কুলে রানাঘাট দুই নম্বর ব্লকের বিডিওর পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।অভিযোগ, সেই আলোচনা সভায় স্থানীয় নেতা যোগ দেওয়ার জন্য স্কুলে ঢুকতে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে বিক্ষোভে সামিল হয় ছাত্ররা। অভিযোগ, এরপরেই ওই নেতাদের নির্দেশে বিক্ষোভরত ছাত্রদের ওপর লাঠি চালায় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।