ঝাড়খণ্ডের বিজেপি প্রধান ও রাজ্যসভার সদস্য দীপক প্রকাশের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

নতুন গতি ওয়েব ডেস্ক: দুমকায় উপনির্বাচন আসন্ন। শাসক-বিরোধীদের প্রচারের ঢক্কানিনাদ তুঙ্গে। এরই মধ্যে ঝাড়খণ্ডের বিজেপি প্রধান ও রাজ্যসভার সদস্য দীপক প্রকাশের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, জেএমএম,কংগ্রেস,আরজেডি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। এক প্রেস কনফারেন্সে এই নেতা বলেছেন আগামী দু’তিন মাসের মধ্যে ঝাড়খণ্ডে সরকার গঠন করবে গেরুয়া দল।

    তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করেছেন কংগ্রেসের দুমকা জেলা প্রধান শ্যামল কিশোর সিং। এমনটাই জানাচ্ছেন দুমকা থানার এসপি আম্বের লাকরা। দীপকের বিরুদ্ধে দেশদ্রোহ সহ অপরাধমূলক ষড়যন্ত্র শান্তি বিঘ্ন করার প্ররোচনা ও অপরাধমূলক হুমকির ধারায় মামলা করা হয়েছে। এসপি লাকরা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বয়ান রেকর্ড করা হবে এবং তদন্ত করে আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিতর্কিত নেতা প্রকাশ বলেছেন ‘আমি গ্রেফতার হতে প্রস্তুত। হেমন্ত সোরেন সরকারের ক্ষমতা থাকলে আমাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দেখাক।’ তাঁর আরও দাবি সরকার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এর কারণ হিসাবে তিনি বলেছেন ৩ নভেম্বর দুমকা ও বার্মো আসনে উপনির্বাচনে হেরে যাওয়ার ভয় থেকে তারা এমনটা করছেন। শাসকদলগুলিকে দুষে তিনি পাশাপাশি বলেছেন ‘ওদের নির্বাচন কমিশনের উপর আস্থা নেই।

    তাই ইসির কাছে না গিয়ে তারা পুলিশকে ব্যবহার করে উপনির্বাচনকে প্রভাবিত করতে চাইছেন।’ এর জবাবে জেএমএমের সাধারণ সম্পাদক ও মুখ্য মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন ‘ঝাড়খণ্ড থেকে আমরা বিজেপিকে উৎখাত করেছি এবং বিহারেও তাদের রাজত্ব শেষের পথে। বিজেপির খুনে গণতন্ত্রকে আমরা চলতে দেব না এবং একটা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করে দেবার চক্রান্তকেও মেনে নেওয়া হবে না।