|
---|
লুতুব আলি, ৯ মে : উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান । এপ্রিল মাসে একযোগে ভারতবর্ষ ও বাংলাদেশের তিনটি অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা । ৭ মে আগরপাড়ার উষুমপুরে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। একইসঙ্গে চিত্রশিল্পীদের সম্মাননা জ্ঞাপন ও অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রারাম্ভে সকলকে স্বাগত জানান স্বপ্ন পূরণের কর্ণধার দীপঙ্কর সমাদ্দার। তিনি বলেন আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। প্রতিযোগিতার বিষয় ছিল : বাংলার নববর্ষ। দুই বাংলার শিশু শিল্পীরা বাঙালির নববর্ষ নিয়ে অভিনব চিন্তা ধারায় যে রঙিন ছবি এঁকেছে তাই তাদের সম্মানিত করতে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে সকল অতিথিদের আপ্যায়ন করেন স্বপ্নপূরণের সম্পাদিকা ঝুমার সমাদ্দার। অনুষ্ঠানে সম্মানিত করা হয় সেভেন এ নিউজ এর কর্ণধার চন্দন সেনগুপ্ত, বিশ্বনাথ বোস, অভিরূপ মৈত্র, অরূপ দাস, তাপস মজুমদার ও অমিতাভ গুপ্ত কে। অভিভাবকদের ও সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিযোগিতার তিনটি গ্রুপে মোট ১৩ জন সফল প্রতিযোগীদের স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। ১২ জনকে সান্তনা পুরস্কার, ৫০ জন অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ও চিত্রপ্রেমী, ওই বৈদুর্য ঘোষাল। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এনাক্ষি কর্মকার, আইরিশ মল্লিক, আয়েশা মল্লিক, সংগীত পরিবেশন করেন সংস্থিতা রায়। আবৃত্তি পরিবেশন করেন শ্যামলী চক্রবর্তী। অনুষ্ঠানের মননশীল অনুষ্ঠান আক্ষরিক অর্থে উচ্চ প্রশংসার দাবি রাখে।