আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনবত্ব

পারিজাত মোল্লা : গত রবিবার সন্ধেবেলায় সোদপুর সংলগ্ন আগরপাড়ায় উষুমপুর বটতলায় হিন্দু মিলন মন্দিরের পাশে স্বপ্নপূরণে পালিত হলো ‘আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও চিত্রশিল্পীদের সম্মান অনুষ্ঠান’। গত ৭ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত ভারত ও বাংলাদেশের তিনটি অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা।। প্রতিযোগিতার বিচারক ছিলেন মোঃ রবিউল ইসলাম ও সুব্রত গঙ্গোপাধ্যায়। প্রতিযোগিতার বিষয় ছিল বাংলার নববর্ষ। দুই বাংলার শিশু শিল্পীরা বাঙালির নববর্ষ নিয়ে অভিনব চিন্তাধারায় রঙিন ছবি এঁকেছে তাই তাদের সম্মানিত করতে এই  অনুষ্ঠানের আয়োজন।অনুষ্ঠানের উদ্বোধন হলো এনাক্ষি  কর্মকারের নৃত্য দিয়ে।  অতিথি হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সহ সভাপতি  বৈদুর্য ঘোষাল।অতিথিদেরকে ব্যাজ পরিয়ে ও স্মারক দিয়ে সম্মানিত করলেন ঝুমা সমাদ্দার।, সাংবাদিক  চন্দন সেনগুপ্ত মহাশয় কে ব্যাচ পরিয়ে ও ধন্যবাদ জ্ঞাপন পত্রে সম্মানিত করলেন চারুচন্দ্র আর্ট সেন্টারের সম্পাদিকা। বিশিষ্ট শিল্পীর সম্মানে সম্মানিত হলেন আন্তর্জাতিক চিত্রশিল্পী ইন্দ্রনীল ঘোষ,চিত্রশিল্পী বিশ্বনাথ বোস, চিত্রশিল্পী অভিরূপ মৈত্র, চিত্রশিল্পী অরূপ দাস , চিত্রশিল্পী তাপস মজুমদার, ও চিত্রশিল্পী অমিতাভ গুপ্ত।। প্রত্যেক চিত্রশিল্পীকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন চারুচন্দ্র আর্ট সেন্টারের সম্পাদিকা ঝুমা সমাদ্দার। নৃত্য পরিবেশন করলেন আইরিশ মল্লিক,ও আয়েশা মন্ডল। অসাধারণ আবৃত্তিতে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে শালমলি চক্রবর্তী। সংগীত পরিবেশন করলো সংস্থিতা রায়। উপস্থিত অতিথি এবং চিত্রশিল্পীরা একে একে উপহার প্রাপকদের অভিভাবকদের হাতে উপহার দিয়ে সম্মানিত করলেন এবং অভিভাবক ও অংকন শিক্ষকরা সেই উপহার প্রতিযোগীদের হাতে তুলে দিয়ে প্রতিযোগীদের সম্মানিত করলেন। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম পুরস্কার প্রাপক প্রতিযোগীদের ছাড়াও ১২ জন চিত্রশিল্পী সান্তনা পুরস্কারে সম্মানিত হলেন এবং ৫০ জন অংশগ্রহণকারী চিত্রশিল্পী কে শংসাপত্রে সম্মানিত করা হয়।।ইন্দ্রনীল ঘোষ তার বক্তব্যে জানালেন -‘ প্রথমে অভিভাবকদের সম্মানিত এবং অভিভাবকরা প্রাপকদের সম্মানিত এই অভিনব জিনিসটা ভীষণ ভালো লেগেছে”। এই বিষয়টা নিয়ে কিছু কিছু অভিভাবকদের চোখে আনন্দ অশ্রু দেখা গেল।। এই অনুষ্ঠানে সম্মানিত হলেন সঠিক বার্তা সম্পাদিকা সিঞ্চিনি পোদ্দার।। স্বপ্নপূরণের কর্ণধার দীপঙ্কর সমাদ্দার জানালেন -“আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় যেভাবে তারা সারা পেয়েছেন তাতে আগামী দিনে এর থেকেও আরও বড় কিছু চিন্তা ভাবনা করবেন”। তিনি ধন্যবাদ জানালেন সমস্ত বিজ্ঞাপনদাতা ও মিডিয়া পার্টনারদের। অনুষ্ঠানের স্মারক প্রদান করেছিলেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন । এক কথায় এই অভিনব অনুষ্ঠানটি প্রশংসার দাবি রাখে।