আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাধনা মঞ্চের নজরুল জয়ন্তী।

লুতুব আলি, ২৬ মে : আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাধনা মঞ্চের নজরুল জয়ন্তী ।কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করলো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাধনা মঞ্চ। অনুষ্ঠানটি হয় হাওড়ার বাগনানের টেপুর নবাসন অনন্তরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু সকলকে স্বাগত জানান এবং স্বাগত ভাষণ দেন। কাজী নজরুল ইসলামের বর্ণময় জীবন নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রঞ্জিত দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সৈকত খাঁড়া, সুমিত হাটুই, রাজেন্দ্র হাজরা, ডেভিড মুর্মু, তনুশ্রী মাইতি, বিহারী বাবু হরিন্দর সিং, মইনুদ্দিন বেগ ও এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। বর্তমান প্রজন্মের কাছে নজরুল ইসলামের দেশপ্রেম ও আত্মত্যাগের কথা বেশি করে তুলে ধরার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। অনুষ্ঠানে সকলকে উত্তরীয় স্মারক ও বৃক্ষ শিশু দিয়ে সম্মাননা জানানো হয়।