আন্তর্জাতিক যোগ দিবস পালন বর্ধমান ও দুর্গাপুরের বিদ্যালয়ে।

লুতুব আলি,নতুন গতি : আন্তর্জাতিক যোগ দিবস পালন বর্ধমান ও দুর্গাপুরের বিদ্যালয়ে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে বর্ধমান ও দুর্গাপুরের বিভিন্ন বিদ্যালয়ে, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা এবং সরকারিভাবে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হলো। এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসা ২ নং চক্রের হাররা আররা কালিনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পূর্বা দিন নিয়ে ব্যায়াম ও কর্মশালার আয়োজন করা হয়। সেদিন সকাল ছয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন ভবানী ভট্টাচার্য। বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহ রায় জানান, যোগব্যায়ামের উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে তরুয়াদের অবহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি, অংকন, সংগীত, আবৃত্তি, নাচ, যোগব্যায়াম, জিমন্যাস্টিক সহ অনেক কিছু শেখানো হয়। সেদিন ৩০ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। অন্যদিকে এদিন বর্ধমান শহরের কাঞ্চননগর ডি এল দাস হাই স্কুলেও মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্রীযুক্ত অনিমেষ বর্মন প্রায় প্রতি দিন ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের যোগব্যায়াম অভ্যাস করান। এই বিদ্যালয়ে ধারাবাহিকভাবে যোগব্যায়াম করানো হয়। প্রাক্তন কিছু ছাত্র-ছাত্রী ও যোগ অভ্যাসে দক্ষ এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অধিকার করেছে। যোগ শুধু একটি বিশেষ দিনের জন্য নয়, নিত্যদিনের সর্ব কর্মে যোগ আমাদের সঙ্গী। শুধু ছাত্র-ছাত্রীরা নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগব্যায়ামের অভ্যাস করলে অনেক দূর আরোগ্য ব্যাধি থেকে উপশম পাওয়া যায়।