|
---|
লুতুব আলি,বর্ধমান : ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা প্যা য়া রার গাছ বিতরণ। বর্ধমানের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণ করে সুনাম অর্জন করে চলেছে। ১২ আগস্ট ছিল আন্তর্জাতিক যুব দিবস। এই দিনটিকে সংগঠনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করল। আজকের শিশুরাই ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ তারাই সমাজ ও দেশকে পরিচালিত করবে এই ভাবনা নিয়ে সংগঠনটি শিশু কিশোর ও সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এদিন বৃক্ষ প্রদান করে। তাদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তা বোধ, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন কে জাগ্রত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, ১২ আগস্ট ছিল আন্তর্জাতিক যুব দিবস এবং এ বছরের থিম হল, এই বিশ্ব সকল বয়সের মানুষের তাই এই সংগঠনটি সমাজের সকল স্তরের বিভিন্ন পেশার মানুষের সাথে শহরের বিভিন্ন জায়গায় এমন অনুষ্ঠানের আয়োজন করেছে যার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ সমাজ সচেতন, স্বাস্থ্য সচেতন ও পরিবেশ সচেতন হয়ে ওঠেন। এদিন পারবিহাটা বিদ্যার্থী ভবন বয়েজ স্কুলের সামনে শিশু ও কিশোর সহ পথচলিত মানুষদের বৃক্ষ শিশু প্রদান করেন। এবং সকলকে রাখিবন্ধনের আবদ্ধ করেন। এই দলের নেতৃত্বে ছিলেন শেখ ওয়াসেখ আলী, সৈয়দ মোহাম্মদ ওবেই দুল্লাহ, দেবশ্রী পাল, ইতি পোড়েল, চৌধুরী সুহেইল হোসেন, আদিনা খাতুন, আফসুন শেখ প্রমূখ। শহরের তেলিপুকুর সংলগ্ন এলাকায় গাছকে রাখি পরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেন। এই দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সদস্য সদস্যা অরুনিমা লাহা এবং সঙ্গে ছিলেন নাসরিন সুলতানা, পূর্বাশা রায় প্রমুখ। এছাড় াও বর্ধমান হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত ১০০ জন রোগীকে ফল বিতরণ করেন। নেতৃত্ব দেন লিপিকা ঘোষ, সৌমি সাহা, কোয়েল মালিক প্রমুখ। সি এম ও এইচ এবং ডিপি এইচ এন ও কে রাখি পড়ান জয়ী সাহা, শিল্পা অধিকারী, মনিরা চৌধুরী, অনুপম চ্যাটার্জী। বর্ধমান সদর থানার পুলিশ কর্মীদের রাখি পড়ানো হয়। সঙ্গে ছিলেন অনগ্রসর শ্রেণীর মহিলা মধুবালা বাউরী ও পশুপতি বাউরী। নেতৃত্ব দেন সুদীপ দাস ও অয়ন মাঝি। এদিন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলা কে রাখি পরান প্রত্যাশা মজুমদার, শতাব্দি মজুমদার, দেবলীনা ঘোষ, ঋত্বিকা মুখোপাধ্যায়, বিম্পিকা দে ছাড়াও জয়ী সাহা, শিল্পা অধিকারী, মনিরা চৌধুরী, অনুপম চ্যাটার্জী প্রমুখ।