|
---|
লু তুব আলি : আন্তর্জাতিক লালন ও সার্ক কালচারাল ফেস্টিভ্যালে সংবর্ধিত হলেন বর্ধমানের মেহবুব হাসান। তিনদিনের সার্ক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল কলকাতা নিউটাউন রবীন্দ্র তীর্থে। সার্ক কালচারাল সোসাইটি, ঢাকা, বাংলাদেশ এবং লালন এন্ড ফোক কালচারাল ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ ভারত এর যৌথ উদ্যোগে উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের উদ্বোধন করেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপন কান্তি বিশ্বাস। উল্লেখ্য, লালন ফকিরের দর্শন কে বিশ্বের দরবারে উপস্থাপিত করতে এই শার্ট দেশগুলি যে মহৎ উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে এই উৎসবে বিস্তারিতভাবে আলোচনা করা হয় ও প্রশংসা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান শহরের মেহেবুব হাসান ছন্দম নামে একটি নৃত্য প্রশিক্ষনের স্কুল চালান প্রায় চার দশক ধরে। তিনি দীর্ঘদিন যাবত বর্ধমান সংশোধনাগারের বন্দীদের বিনা পারিশ্রমিকে এ নাচ শেখান। বন্দীদের সংস্কৃতিক মনন তৈরি করতে মেহবুব যে উদ্যোগ নিয়েছেন তা সমাদৃত হয়েছে। একইসঙ্গে তিনি বাঁকুড়াতে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরও বিনা পারিশ্রমিকে এ নাচ শেখান। পূর্ব বর্ধমান জেলার একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহবুব আহসান কে এই ফেস্টিভালে মানপত্র ও স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়। এই উৎসবে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিশিষ্ট শিল্পী ও বরেণ্য ব্যক্তিদের সম্বর্ধিত করা হয়। বিভিন্ন দেশ থেকে প্রায় দুশো জন শিল্পী, সাহিত্যিক ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। এক সাক্ষাৎকারে মেহবুব হাসান জানান, এই স্বীকৃতি পেয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। এই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রেজাউল করিম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নারায়ন হালদার, বাংলাদেশ মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী ও তাঁর সহধর্মিনী, নেপালের পক্ষ থেকে রাজেন্দ্র গুরা গাই, বাংলাদেশের পক্ষ থেকে এটিএম মমতাজুল করিম, বর্ধমানের বিশিষ্ট সমাজকর্মী এ.কে ফজলুল হক, ড. অপূর্ব বিশ্বাস , ড. অমল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানের শেষে সার্কভুক্ত দেশ গুলির বিশিষ্ট শিল্পী সমন্বয়ে কাল জয়ী বাউল গান মিলন হবে কত দিনে গানটির সঙ্গে মাহবুব হাসান নৃত্য পরিবেশন করে উৎসবের এক অন্য মাত্রা এনে দেন।